উপদ্রুত তোমার শহর পাখির শূন্যতাতে
উড়ন্ত মেঘ যাচ্ছে কোথায় ইচ্ছে ডানাতে?
একটু কী সাথে আমায় নেবে ঝাঁপটানো সে বকদলে?
ঝিলের মত, নদীর খাড়ি একটু দেখা ছলে?
জানি তুমি ইট ভাটাতে চিমনি ধোঁয়ার রাগে,
জাপটে ধরে ছুড়বে আমায় একটু পেলেই বাগে।
থরথর থর কাঁপছে ডানায় অন্যরকম ঝড়ে
রাত্রি বেড়ে ভোরের দেখা অনেক দেরি করে।
শ্বাস নিতে খুব কষ্ট জানো, মানুষ যখন বিষ
নষ্ট শহর মদ্য নীলে ব্যথা অহর্নিশ।
জজরিত আমার মত, মরা নদী পাড়?
শ্বাস নিতে খুব কষ্ট জানো, বেকে আসে হাড়।
এই বুকের মধ্যে কষ্ট যত, যা রেখেছি জমা,
এই দেশেরই মুক্তি আমার শ্রেষ্ঠ প্রিয়তমা।