যখন যন্ত্রণা খুব হয়....
ফেসবুক, টুইটারে খুঁজি বিশ্বময়।
অ‍্যানালগ দুনিয়ার সাক্ষী
খুঁজে মরি প্রিয় কপোতাক্ষী
কোথায় আছো? বলো কোন দেশ?
অভিমান তুলে রাখো, আমার আদেশ।
রাত্রিরা খুঁজে মরে, আমি ও নির্ঘুম
বুকের বাপাশে করে পুরোনো দুড়ুম।
তুমি নেই, তুমি নেই, তুমি নেই, নেই..
টুংটাং শব্দেরা এমনি বেজেই
দীর্ঘ থেকে দীর্ঘতর হয় দীর্ঘশ্বাস
কোথায় আছো প্রিয়তম, আমার তালাশ?
বলোনা? বলোনা? হেসে প্রিয় টোল,
কতদিন শুনিনি, আমার পাগল!!