স্বপ্ন যেখানে সত‍্য আকাশ অনির্বান
বার বার মেঘ ফন্দি করে আহবান।
বৃষ্টির লুকোচুরি ছল খেলে বাতাসে
অধরা স্বপ্ন থিতু হয় আকাশে?
সেই হতে প্রেমিকের তপ্ত যত ঘাম
চিঠির মত করে জলে লিখিলাম।
খাও দাও ঘুরে ফিরে অন্য সংসার
চিঠির জীবন শুধু একাই আমার!
জলের জমিনে ভেঙে এ বেড়িবাঁধ
সেই হতে প্রেমিকের মৃত যত সাধ।
প্রেম নেই সত্য নেই এমন জীবন
মসনদে গণতন্ত্র করে নিয়ণ্ত্রণ।