পৌষ বলে শীতের আমেজ
আমার বাড়ি এসো
রসের পিঠার মধুর রসে
কুটুম হয়ে বসো
পিঠার অঙ্ক কষো


মাঘ যাবে যে ফাল্গুনে
পাখির কত গান শুনে
হিম কুয়াশার ধাধা
গরীব দুখীর বেলায় এতো
শীতের কেন বাঁধা?