পূবের জমিন কালো সন্ধ্যা মেঘে ভার
এই দেখো জোনাকির দুপাশে আঁধার।
এই দেখো তারাদের চকমকি ধার
ভয় পাওয়া আঁধারের গোপন ব‍্যাপার
খুঁজে খুঁজে জোনাকির রাত্রিটা শেষ
কাহিনীরা এসে রাতে জাগায় আবেশ।
আমার দাদীর নামে গল্পের মোড়া
ঝাঁপি খুলে ছুট মারে সিনবাদ ঘোড়া
এইখানে কান পাতো এইখানে বন
এইখানে মাঠ ভরা অঢেল আমন।
পাহাড় নদীর দেশ ভরা খাল বিলে
খুঁজে আর দ্বিতীয়টি পাবে নিখিলে?
এইখানে হাত রাখো এই যত মাটি
ফসলি জমি সব সোনারূপ খাঁটি।
পতাকার ছাপ যেন পুরো সমতল
প্রাণে প্রাণে তাই এতো মায়াময় বল।

ছন্দ: মাত্রাবৃত্ত ( মাত্রা প্রতি চরণে ১২)
কাব্য মেঘ তাই ভয় পেয়ে বৃষ্টিতে ঝরে