শোষণের হাতিয়ার মিঠে গুড় বচনে
জুলুমের সব পাপ যায় কিসে মোচনে?
যত ঝাল ও যত নুন তেলে হবে সিদ্ধ
শোষকের বিষ তীরে বুকে হবে বিদ্ধ।
এসবের অভিনয় টের পেলে পূর্বেই
সাহসের পতাকা চারদিকে উড়বেই।
তুমি শুধু মিছিলে দাও রণ হুঙ্কার
পেয়ে যাবে মজলুম মুক্তির হাতিয়ার।
দশ হাত মুষ্টির হাতে হাতে মেলালে
শোষকের পিঠ ঠিক আটকাবে দেয়ালে।
দেয়ালের এপাশে চারপাশে জনগণ
মিলেমিশে বিজয়ের সুর তুলি অগণন।
অগণন মুক্তি খুঁজে ফেরে নিঃস্ব
মুনীরের এ দেশ দেখে চেয়ে থাকে বিশ্ব।