এমন করে বললে বলো পারি?
এই অনুরোধ রাখতে গিয়ে হারি
জয় পরাজয় ভাবার সময় কই
শেষের বেলা একলা আপন হই।