জানি আকাশ কান্না জমায়
মেঘের পালক উড়ায় বকের ডানা,
শিশির বেলা বাঁধা আঁধার
তোমার জন্য মন কাঁদানো মানা।
এমন করে মনকে বুঝাই
মনের মধ্যে কেমন যেন বাজে,
চাঁদের দ্বাদশ পেরিয়ে কবে
মুখোমুখি বসে দুজন লাজে।
একটু হাওয়া উড়িয়ে আচল
ফিরিয়ে আনে পদ্য লেখা তুমি,
আমি না বলে যা বলে ফেলি
পড়তে পারো চোখের মনোভূমি?
তুমি তুমি বলছি মধু করে
আমার আবেগ বড্ড পঁচা নাকি?
তুমি শুনতে কী পাও মেয়ে?
তুমি তুমি আমার পরাণ পাখি।