কচি কাঠ পোড়া কাঠ এই লেগে দ্বন্দ্ব
ধোঁয়া উড়ে বাতাসে যে দেখাদেখি বন্ধ।
চলে যতো অভিনয় সারা সংবাদে,
পিষে যায় পিছে যার দশমুখ কাঁদে।

কচি কাঠ পোড়া কাঠ পুড়ে পুড়ে ছাই
ছাই চাপা সে আগুনে কাহিনী বানাই।
কাহিনীর পুরোভাগে ঝাঁঝরা যে বুক
কতো মার বুকে বুকে বাড়ায় অসুখ।

প্রতিবাদ ভাষা পায় এই দেশে চোখ
কত শত হাতিয়ার বনে যায় শোক।
ছাইচাপা এই আগুনে জ্বলে ফুলকি
স্বাধীনতা বলো আজ বাঁচা ভুল কী?

ভুল যদি না ই হবে, তবে দেশপ্রেম
অল্প দামে কেনো বিকিয়ে এলেম?
এই এতো রাজনীতি, এই এতো ভাষা
মানুষের চেয়ে নেই কোনো বড় আশা।