আঁধার পোড়া রাত্রি পাবি
পাহাড় সমান সুখ,
লাগলে আসিস আমার বাড়ি
বাড়িয়ে দেব বুক।
তোর হলো কী এই শুনে
মনটা অন্ধকার?
কান পেতে তাই এ ফাল্গুনে
মুখটা কেন ভার!!
শুক্লা দ্বাদশ ডাহুক বনে
অন্য আলাপন,
তুই আসবি চলে অষ্টমীতে
সইছে না যে ক্ষণ!
তোর হলো কী এই শুনে
সত্যি করে বল?
মন পোড়ানো সে অভিমান
দলবি পায়ে দল!
না যদি তা পারিস
ভুলিস মনের টান,
আমি
একাই ভুলব আগের
মিথ্যে অভিমান।
তখন
ভুল পোড়ানো জীবন
ঘষে দেব শান,
এসে দেখিস কেমন করে
পোড়াই অভিমান।