পোড়া বারুদের পোড়া বসতির ছাই
তাক করে থাকা অস্ত্রে জীবন চাই
ধ্বংসযজ্ঞের আহত বিবেক যত
মিশে তাতে শেষ দৈন্যেরা পরাহত!
যমের নিশানা শুধু ইহুদির নয়
লোভের পদ্যে কত মুনাফিক সয়?
ধূর্ত শেয়ালে মাপেনা ফিলিস্তিন
জীবনের দামে শোধ হবে এই ঋণ?
খোয়াবের তোড়ে যাদের অঘোর ঘুম
ডাকাতির ধারা বারো মাস মৌসুম,
দৈত্যের পেটে বন্দী এই ইউনুচ,
মুখ বুজে কত সইবে ব্যথার সূচ?
পোড়া বারুদের দফ জ্বলা জনপদে
ক্ষতির কারণ রুখে দিতে প্রতিশোধে
তুমি আমি যদি মিছিলের সাথী হই
পুরোনো পাপের ক্ষতিটুকু তুলবোই।