ধল পাহাড়ের কব্জায় ঝুলে তোর যত শুভাশিষ
পাথুরে নদী পেরোতে দলে আমাকে সঙ্গে নিস।
এই সাজেকের রঙ তুলিতে ছবি যত ছিমছাম
পাহাড়ি বন্ধু সমতলে এসে বদলাবে সংগ্রাম।
শুধু একবার পথটানা ভুল ছুড়ে ফেলে পাথরে
দুহাত বাড়িয়ে দেখো দাঁড়িয়ে প্রজাপতি কী করে!
এই দল ভারি তোমার পরশে নীরবতা চমকে
এসো হাত ধরি, হানাহানি যাবে একেবারে থমকে।