দেখেছিলাম পাথর নদীর ঢেউ
পাহাড় তারে আড়াল করে সুখ
জানতে গিয়ে খোঁজেনি যে কেউ
এমন করে ভাববে কে বলুক?
জড়িয়ে ঘাঘর ঢেউ তুলে তুলে
এই পাথরে ফুল ফোটাবে সে
দিব্যি খেয়ে ও পড়বে যে ভুলে
এসেই দেখো কী হবে শেষে!
পাশের পাহাড় সঙ্গ দিতে পারে
পথ দেখাবে ছোট্ট হাটা পথ
একলা মেয়ের কলস তুলে ঘাড়ে
ভাবতে পারো নিজের ভবিষ্যত।