এই বনে এই পাতা ঝরার শব্দ জমে যত
আমার মত এই তোমাকেও ডাকছে অবিরত।
এসো এসো দোলাচলে দুলতে চেয়ে মিতা
সব সাজানো এই দেখোনা বাজছে সুর গীতা।
খস খস খস ফিরে যে চাই বাতাসে এর সুর
বলছে ডেকে একটু বসো থামুক সে ভাংচুর।
এই চেনা সব বদলে ফেলে আনবে যত ঢং
শুকনো পাতায় খুঁজবো এসো হারিয়ে যাওয়া রঙ।
রঙের বাহার খোঁপায় টিপে এই বসন্ত যাক
দুঃখ ভাগের কী দরকার একলা আমার থাক।
একলা বয়ে দাঁড়িয়ে যেন সানাই পোড়া দিন
পাতা ঝরা বন পোড়াবে তোমার আমার ঋণ।