কোন একদিনে পানের ডিব্বা
খুঁজে পাবে প্রিয় মুখ
রঙিন রাঙিয়ে তুল জিব্বা
দেবে সে অমৃত সুখ।
গল্পের সে ঢঙ দাদুর ভড়ং
আসরে লাগে তার যত রঙ
হাসি আসেনা তবু চেষ্টায়
যারা দিতো এতে সাড়া,
খুঁজে দেখি সে দল আজ
ড্যান্সে ড্যান্সে মাতায় পাড়া।
সে যুগ পাল্টে দাদুরা এখন
ইমোতে করে কথোপকথন
ফেসবুক নিয়ে বড় উজবুক
তাল ঠিক থাকে না,
রঙিন চোখে দুনিয়া দেখার
কিছু বাকি রাখেনা।