একটা পাখির ডানার ভিতর
যায় কী পুরো শহর ঢুকে?
বলবে কে তা তেমন খবর
যায়তো তবে ল্যাটা চুকে!
কয় শহরের ম্যাপ সে জানে
তার বেলা কী নেই ভিসা?
ইন্জিনে তার দম কে টানে
মিটায় কে তার এ পিপাসা?
তার ব্যপারে মা'র কী ভাষা
হারিয়ে যাবার নেই কী দায়?
একটা পাখির চোখের আশা
কবির মতই চায় মায়ায়।