সুবাসের কথা হল শ্রীবাসের মতো
তাই বলে ভেবোনা খাতিরটা অতো!
সুবাসের পাকা কথা মোটে পাকা নয়
কখন তা ভেঙে যাবে এই নিয়ে ভয়।
শ্রীবাসের শত ভুল সুবাসেই ধরে
সুবাসের ভুল নেই শত ভুল করে!
তবু এই সুবাসের মুখে ফোটে খই
স্বার্থটা বড় তার করে হইচই!