পাহাড় দেখেনি সুখ উকি মেরে মেঘে
চমকায় কী আলো যে হারানো বেগে
সবুজ জমিন ঘিরে বসে বড় সমতলে
এসো এ গহবরে জমে যাই কৌশলে
না কিছু পারিতো দেখি হবোনা শিকার
প্রয়োজনে অভিনয়ে এ জীবন বিকার
জানবে শহুরে গলি হেঁটে যাওয়া লোক
যত গালি পড়ে ঘাড়ে পাপের পালক
রেখোনা আর মুড়ে গোপনে খাতায়
নেতা খাদে পড়লে যে কতই যাতায়
হাড়গোড় ভেঙে সে চোখে দেখতে পাবে?
ঐ চোখে চেয়েছো তো জনম হারাবে।