সেই কখন রাগ করেছি
সকাল বেলা ভোর তখন!
কেমন চোখের জল ফেলেছি
খোঁজ নিলোনা হয় এমন?

আমার কী রাগ ভাঙাতে নেই?
নেই কী আমার দাম মোটে?
তিনটি গ্লাস ঝোলের বাটি
মা ভোলেনি শোক বটে!

ভাবছি বসে মা না এলেও
বুবুর কেন আসতে নেই?
এসব যখন ভাবছি একা
ঐ যে বাবা আসছে সেই!


ছন্দঃ অক্ষরবৃত্ত (প্রতি চরণে মাত্রা ৪+৪=৮)

কাব্য- মেঘ তাই ভয় পেয়ে বৃষ্টিতে ঝরে, ২০২৫