কথা ছিল জড়তার কত দূরে বসতি
মুখ টিপে পুরুষের এ কেমন অসতী
খায় দায় টক্করে ক্ষতি নেই ঢললেও
টকশোয় একশ বমি দেবে বললেও
মিথ্যার পুরিতে সত্যের ভেজালেই
সাধুবাবা সব্বাই সে শুধু নেই নেই!
কথাগুলো মিষ্টি যুক্তিতে উচ্চ
তার কাছে অপারগ বিরোধীরা তুচ্ছ।
শুনে রাখো নিরিহ যারা সাজো ছাত্র
আসলে এই কীট সমাজের অপাত্র।