ওরা নাকি সজ্জন
মারে পাতি দশজন
                   বারোতে!

গেলে দেশ পটোতে
পেপারের ফটোতে
                    তার ওতে?

যায় কী আসে তায়
ভয় পায় ভয় পায়?
                    গজরায়?

কে দেখ খুঁজে রে
চোখ ঘুম বুজে রে
                     বজরায়!

তার কাজ আর কাজ
শুধু বলা সাজ সাজ
                       আসলেই?

বাঙালির ভাঙ্গারি
হরতালে ভাঙ গাড়ি
                       অসলেই..