একটা বিকাল হেঁটে হেঁটে অনুগামী
ভাবিনি সে হয়ে যাবে এতো দামি
লুকোচুরি শেষ হয়ে যাবে ভাবি এই
ভাবনা ছাড়া তুমি বলে কিছু নেই!
রূপেতে চাঁদের ছায়া পড়ে বাজিমাৎ
এমনি কত যে ঘুমহীন হলো রাত।
কিছু অভিমান তারা খসে শেষ হয়
তাড়া করে ফেরে সেই হারানো ভয়
হেঁটে ক্লান্ত ক্ষমা করে শোধ তোলে
প্রেমের বিদ্যা অসমাপ্ত জেনে চলে
রাত্রি জেগেই শোধ হবে যত ঋণ
প্রেমিকা প্রেমের অক্ষর জ্ঞান হীন।।