বৃষ্টি পড়েই আটকে যায়
দৃষ্টি মেঘে মেঘে
কিশোর মন ছুটতে চায়
ঝড়ো হাওয়ার বেগে।
জল পড়ে ঢল গড়িয়ে ধায়
নাম না জানা পানে
ধানের ক্ষেতে জাগে কিষাণ
অন্য রকম গানে।
জল পড়ে ঢল কলকল
বাজায় যেন সুর
ময়ূর নাচে একা আহা
যাবে অচিনপুর।
এমন দিনে ছুটতে মানা
কেমনে মানা যায়
ঘরের ভিতর মন টেকেনা
আকাশ পানে ধায়।
আচ্ছা মাগো, করলে কেন
ঘরে আমায় বন্দী
সুযোগ পেলেই ভিজবো আমি
এটাই আমার ফন্দি।