খুঁজতে গিয়ে এমন করে
চাইনি দেখা হোক,
কেমন আমি তোমার প্রেমে
মজে থাকার লোক।
জেনেও তোমার না জানাতে
ভান কী শরম নয়?
বুঝেছি কেন থানাতে এই
কেসের জিডি হয়!
মেহেদি রঙ তুলতে পারে
মান ভাঙাতে যার,
কী এসেছে চোখ খুলে তো
চায় কে অন্ধকার?
এবার ভাবো ভাবলে তোমার
কী এসে যায় তাতে?
বদলাতে দিন ছোট্ট করে
হাত রাখোনা হাতে।