হয়তো বিবেক ব্যথাভারে ন্যূজ শত প্রিয়মুখ হারানোর
দেখছি এখানে শোকের আবহ লেখনীতে বড়জোর
দেখে চুপ চুপ চোখেরা এখানে অপরাধবোধে ভুগে
হয়তো বোধেরা শাস্তি পাবেনা সমাজের অসুখে!
সম্মেলনে সাংবাদিকের প্রশ্ন প্রশ্ন খেলায়
খুনিরা আড়ালে অন্যরকম উল্লাসে মেতে যায়।
কিশোর এখানে দেশপ্রেমে শত মিথ্যার অপবাদে
হয়তো বুঝেনি মৃত্যু এখন নিজের লোকেরা সাধে!
চিতিয়ে দাঁড়ানো বুকের ভিতর বারুদেই ভরপুর
লালখুনে রাঙা বন্ধুর দু'হাতে পতাকার ভাংচুর।
মিথ্যা, তুমি মিথ্যার যতো করেছো সদাই-পাতি
গুমরে কাঁদছে গুমোট আঁধারে লক্ষ মায়ের জাতি।
মিথ্যে ঘিরেছে শহরে শহরে শঠতার পিচ ঢেলে
অধিকার হারা মানুষের বুকে গিয়েছে আগুন জ্বেলে।
এ মাটির যতো দৈন্য থাকুক শুনে রাখো শেষমেষ
ফেরাবো তবুও প্রাণের আবেগে নতুন বাংলাদেশ।
@মুনীর আল মুসান্না