অন্য রকম বিষয় আশয়
খুব মনোযোগ ক্যান মহাশয়?
ক্যান মহাশয় কানটা ভারি?
লাগিয়ে কানে একশ দাড়ি!
ঢোলের বাড়ি লোকের বেলা
ফেনিয়ে কথা এ কী খেলা?
খুব মজা কী ফিসফিসিয়ে?
কথায় ঢঙে বিষ মিশিয়ে?
বাজিয়ে কানে বিষম পাদ
আলগা করে কী পাও স্বাদ?
কী পাও ভেঙে মটকা পরের?
কী পাও দলে চটটা ঘরের?
খুব মজা কী ফুসুরফাসুর?
ঘোমটা পাবে একলা ভাসুর?
এসব নিয়ে বলেই যাও
নইলে কানটা মলেই যাও।