নদীর কাছে দুঃখ বলা যায়
নদীর পাড়ে দুঃখ ভোলা যায়
চোখের গরম নোনতা জলে খুব
একলা একা দিয়ে গোপন ডুব
জানতে কিছু পারবেনা সে আর
বুকে জমা কত্তো হাহাকার!
তোমার কাছে দুঃখ বলা গেলে
তোমার কাছে দুঃখ ভোলা গেলে
দায় কী আমার দুঃখ দুঃখ খেলা?
যায় কী ভোলা এত্তো অবহেলা?
পাষাণ আমি! বিখ্যাত এক নাম
পেয়ে যাচ্ছি একলা অবিরাম।