পার হয়ে হাটু জল
লুঙ্গির উচান ধরে
এ পাড়ে সাজানো পাড় বাঁধা পার্ক
মাছের ঘেরের নামে
নদী খেকো নেতার দখলে
আমার চোখ দুটি অচেনা
এই জনপদে বুলাবে কাকে?
কে বলবে ডেকে,
এই জমি মৌলভী তুরাবির বলে
চেনা চেনা মনে হয় যেন!
এইখানে একদা নদী ছিলো শুনেছি!
ক্ষতবিক্ষত সে উদার জমিনে ইটভাটা
কার্বন নিস্বরণের থুথু দেয় আকাশে।
আর আমি পরিবেশ পরিবেশ বলে
সেমিনারে গলা ফাটাই
এবারের পরিবেশ পদকের লোভে।