গাঁয়ের পথে যাচ্ছি বলে
ভাবছি কিছু লেখা হোক
যেই বসেছি সেই তখনই
ভীড় জমালো কিছু লোক।
লিখছি বসে গাঁয়ের কথা
দিচ্ছে ছায়া তরুলতা
পাখি এসে শুনিয়ে গান
ঘুরছে কাছে কাছে
সবাই বলে গাঁয়ের কথা
লেখার কী আছে?
ধানের আঁটি বয়ে কিষাণ
জানিয়ে গেল সুখের গান
ঘোমটা মুখে গাঁয়ের বধু
জানিয়ে দিল গাঁয়ের টান।
গানের আসর বসলো রাতে
বাজলো ঢোল যাদুর হাতে
আসর ঘিরে বসলো সবাই
গানের পাগলপারা
ফসল তোলার সেই খুশিতে
জাগে সুরের ধারা।
নতুন পিঠার ছড়ায় মৌ
পাড়ায় পাড়ায় খুশি বৌ
নতুন শাড়ি নতুন চুড়ি
খোঁপাতে দেয় ফুল,
এলো এবার নবান্ন যে
খুশিতে মশগুল।