দেখতে পারিস নীলচে আলো
দ্রিম দ্রিম তানে,
ভাবতে পারিস কী হনু হেই
এলাম বা কোনখানে।
রাজ্য মজে আসর জমে
ভাবিস সেটা নিজে,
দূরে আমি রাজ্য ছেড়ে
কান্নাতে যাই ভিজে।
তুই ভাবতে পারিস প্যারিস যে
যাওয়া আসা নস্যি,
তোর সাথে এই আমার দেখা
আর হবেনা দস্যি!
তোর সাথে এই মনের দেনা
নীলচে আলো খাবে,
আমি সেই কথাতে আছি
এমনি কী দিন যাবে?