মাঘের বৃষ্টি সে রাত্রির নীল খেকো
ভেজাপোকা তুমি কষ্ট সয়ে থেকো
পাখির পালকে শীতের দাপট কত
ভেজাপোকা হার বুঝিনি তোমার মত!
রাত্রি বেড়েছে ঘরভাঙা পাখি মরে
ভেজা বাতাসে এ কাব্য এলে ঘরে
টুংটাং বাজে তাতে বেদনার গান
এ মাঘ তবে মরা পোকাদের দান?
শেষ রাত্রির কুয়াশার জাল দেখে
জীবন এখানে কষ্টের ধারা শেখে।
তবু আশা আনে ফাগুনের দক্ষিনা
একবার দেখো জাগতে পারো কিনা।