মগ্নতারে জাগিয়ে, যখন এই কুয়াশা দেখি,
রাজ‍্যজুড়ে শিশির যেন করছে লেখালেখি!
সবুজ ঘাসে রোদ পোহাতে, লুকিয়ে যত ঘুম
চুপ চুপ চুপ, ঘুমিয়ে থাকো, শব্দেরা নিঝ্ঝুম।

উঁইটিবিতে জাগছে পাখি, ঝাঁকবেধে একদল,
ধুমছে দেখি,ওড়াউড়ি, মেঘ মেখে যায় ছল।
ছুটির ঘন্টা এমনই আসে, পাড়ায় ঘুরাঘুরি
ঝকঝকে এই আকাশটাতে, মন হতে চায় ঘুড়ি।

ওম পেতে ধুম, শিমুল ফুলে যত নতুন কুঁড়ি,
বলছে আপদ, গিয়েছে যাক বুড়ি শীতের বুড়ি।
ঝরাপাতার বনে, মাতাল শব্দেরা দিন রাত,
পাখির গানে, পাতার বনে, লাগে কিয়াবাত!

ছন্দ- মাত্রাবৃত্ত ( প্রতি চরণে মাত্রা  ১৪)
কাব্য- মেঘ তাই ভয় পেয়ে বৃষ্টিতে ঝরে