ইচ্ছে বড়ই কাটা ঘুড়ি
যাচ্ছে বেড়ে বয়স কুড়ি
মজে মাতাল ভুলেই গেছি
সুতো গেছে ছিড়ে,
মিছে নাটাই গুছিয়ে টানি
ভুল মানুষের ভীড়ে।
গোফে তাদে তেলে পাকাই
চুলের রঙে স্বপ্ন আকাই
এরই মাঝে মাজার ব্যথায়
কুকড়ে মাথা গুজি,
মুখের পাওয়ার না কমেনি
চালাই সোজাসুজি।