পালক লতায় জড়িয়ে আমায়
সুড়সুড়িতে কেমন হাসায়
চোখ ফিরে চাই তুমি ও কী
খিলখিলিয়ে নাচছো পায়?
ঘুঙুর পায়ে আলতো পায়ে যে
মুদ্রা নাচে কেমন সুরে বাজে
লজ্জা পেয়ে মুখ লুকিয়ে যে
কেমন লাগে এ সন্ধ্যা সাজে?
এসো এসো পালক লতার মৌ
জাগিয়ে রাখি কুমড়ো ফুলে
দূর থেকে ডেকে কোথা গেলে বৌ
এসো এসো আপন গৃহ মূলে।