মুখখোলা বাছাধন
তেড়িবেড়ি চলবে?
তার কথা আসরে
সাহসে কে বলবে?
যে বলে জ্বলে যায়
চলে যায় শঙ্কায়,
রাবনেরা শুধু কী
বাস করে লঙ্কায়?
যে দেখে দেখে যায়
চেখে যায় ময়রা,
চিরকাল কতলোক
থেকে যায় বয়রা।
যে বুঝে মুখ বুজে
সয়ে যায় অনাচার
শুনে রাখো ভূমি খেকো
পতনের হুশিয়ার।