রোদ বৃষ্টি চুপো হাওয়ায় ওড়া
পাখির আলতো চোখে সরিষা রঙিন
বিকেলের রোদ নামা ছায়াছবি
সব যেন তুমি এক মনের গহীন।
চেয়ে দেখা হেমন্তে শিশির ধোঁয়া
বন্য পাতার কোনো লাগা দাগ
একটু ভালোলাগার দুষ্প্রাপ্য ছোঁয়া
তুমি তুমি তুমি তুমি অনুরাগ।
পাথুরে নদীর স্রোত উপজাতি গ্রাম
মাচাঙে ঝুলিয়ে পা গল্প গল্প মন
শহুরে বাবুর চোখ বাদামি বাটাম
তুমি তুমি তুমি তুমি একজন।
শেষ বাষ্পে জলাধার যে নিংড়ানো
পাখির দুচোখ খুঁজে না পেলে জল
একবার দেখা না হলে, চোখ খুঁজে
হিম হয়ে আসা মনে তুমি মনোবল।