মনটা ভালো নেই বলে
পাহাড়ের কাছে গিয়ে দাড়াতেই
মন ভালো হয়ে গেল
তবে কী আমার মন পাহাড়ের মতো?
মনটা ভালো নেই বলে
সাগরের পাড়ে গিয়ে দাড়াতেই
মন ভালো হয়ে গেল
তবে কী আমার মন সাগরের মতো?
ফিরতি ট্রেনেই যাচ্ছি
বৃথা খুঁজে খুঁজে শেষ,
নাবিক কলোনি ধরে শেষ প্রান্ত অবধি
আমি তন্নতন্ন করে খুঁজেছি।
তোমাকে না পাওয়ার ব্যরথোতায় আমি
কোনদিন পরযোটক হতে পারবো না?
তুমিই বলো,
ঠিকানায় অঙ্কের মারপ্যাচ বলে যতটা রটনা
সত্য ছিল কিনা?
অবশেষে জেনেছি আমি;
তুমিতো এই শহরেই নেই!