মন ভাল এক বিকেল মানে তোমার পাশাপাশি
ঠুনকো কোনো বিষয় নিয়ে দারুণ হাসাহাসি।
ঝুমকো লতা ঠুনকো অতি,কেন বলো জোকার?
সফল? এই প্রমাণ হলো, বাপ হয়েছি খোকার!
সফল ভাবি তোমার হাসি ভোমরা ভ্রুকুটি
বলছি শোন তিন সত্যি তুলনা নেই দুটি!
যা চেয়েছি তাই একটু খুঁজে বুকের বা'পাশে
দুঃখ এলেও কেউ একজন অনেক ভালবাসে।