সত্য জেনে ঘর বেঁধেছি
মগ্ন পরস্পর
তোমার গায়ের জ্বর করেছে
আমার গায়ে ভর!