বিড়িটারে মদনা
দিয়ে গেলি সুখটান
মাথামোটা বললেই
চুপসায় মুখখান।
মদনারে মদনা
ভালবেসে বদনা
বিসকিট গোল হলে
হয় নারে কদমা।
গাজাটারে পাজা করে
ভাঙলিতো বুকখান।
সব করে নয়ছয়
ধ্বংসের নেই ভয়
চুরি পেশা মরা নেশা
এইসব ভাল নয়
জং ধরা বিবেকের
ছিড়ে যাবে হুকখান।
মদনারে মদনা
ভালবেসে বদনা
যা ভাবিস তোর মত
সব লোক বদ না।
কূৎসিত হতে পারে
নাম যার লুকমান।।