কাঁঠাল কাঁঠাল মিষ্টি কাঁঠাল
বন মাতে সৌরভে,
জৈষ্ঠ্য মাসের এ মৌসুমে
ফলের মজা হবেই।
আমের সাথে জামের সাথে
মিলে গেলে তাল,
জৈষ্ঠ মাসের এ মৌসুমে
রাজা তো কাঁঠাল।
কাঁঠাল কাঁঠাল মিষ্টি কাঁঠাল
কাঁঠাল পাকা দিনে
জৈষ্ঠ্যমাসের কুটুম শোনো
এসো দাওয়াত বিনে।