মেঘের পদ্য বোঝেনা রৌদ্রে এতো
ছায়ায় স্বপ্ন বুক ফালি ফালি হয় যতো
অশ্রুত মুখ লুকিয়ে গোপন ভাষা,
মেঘ কেটে রোদে ঝলসাক ভালবাসা।
শেষ হয়ে গেছে প্রেমের পদ্য টানা
অশ্রুত মুখে লজ্জা কতটা জানা!
একি কলবের ভাষাতে প্রাণের টান
লুকিয়ে কোথায় হারাবে এ অভিমান?
ভালবাসি, ভালবাসি শব্দেরা বোমা হয়
বুঝবে কিভাবে কান্নারা জমা হয়?