সূর্য থেকে কষ্ট করে পালিয়ে আসা আলো
মেঘের মধ্যে সুড়ঙ্গ ডুব কুয়াশা ভীড় ঠেলে..
দেখছি বটের কাঁপছে পাতা, কাঁপছে কচি ডালও
তোমার হাসি সেই আলোটা টান হারিয়ে গেলে?

আমার মত তুমি ও যেন, পত্র বিহীন মূলে
জোয়ার জলে অন্য টানে দুজন হয়ে গেলে?
পথ ভুলে ও এমন ভুলের দায় হবে না ভুলে
বট, হিজলের ছায়া মাপার সময় পেয়ে গেলে?

না পেলেও দুঃখ পুষে জমিয়ে পাহাড় সম
অভিমানের কথারা যাক একটু আশেপাশে!
লজ্জা পেলেও শুনতে মানা ভাবতে প্রিয়তম
এতো দেরি? এ অভিযোগ ভারি হয়েই আসে!

আকাশে মেঘ বুকের মধ্যে বৃষ্টি যদি নামায়
খচখচখচ কাটবে কিনা পাবার জড়তায়?
তুমি পাশে বসতে পারো, ডাকতে পারো আমায়
কষ্টে যতো প্রেম সঁপেছি আগের শূন্যতায়!

ছন্দ : মাত্রাবৃত্ত