মেঘের মতোই জল জমা বাষ্পে
ডুবে ছিল ঘোর দেখা যায়নি বুকে
মেয়েটিকে দেখে কেঁদেছিল কেন সে
তবে কী তখন কান্নারা এলো সুখে?
মুখোমুখি তার দাঁড়িয়েছে দেবদারু
ছায়া ভেদ করে হেরে গিয়ে হয় নত
মেয়েটির চোখ উজ্জ্বল যত মাঠে
প্রেমিকের মন মেঘে মেঘে শোকাহত।
এইতো এখানে মেঘ মেঘ খেলা শেষ
বোঝাপড়া হবে প্রেমহীন কেন চোখ?
মেয়েটি হেরেছে কথা রাখেনি বলে
প্রেমিকের মনে বহু সে আগের শোক।
বৃষ্টি নামুক রুমঝুমঝুম একটানা বৃষ্টি
অশ্রু লুকানো ছাপিয়ে কখন মেঘে
কেউ জানবেনা অশ্রুসিক্ত প্রেম
হেরেছে নাকি কেঁদেছে সে আবেগে?