মেঘদল যত বল পায় বাতাসে
তার চেয়ে বল পেয়ে কাঁপি উল্লাসে।
ত্রাসে বোধ থরথর কাঁপে যত দম্ভ
শকুনির বাড় ফের কে করিবে তম্ভ?
ফুটপাত দখলের নকশাটা বেমানান
অভিনয় তবু দেশপ্রেম প্রেম সম্মান।
এইসব নিয়মের দেশে আছি সাব্বু
কানাডায় ভিসা পাকা বলেছে আব্বু।