ঠায় দাঁড়িয়ে বকের মতন
এক পায়ে ঠায় দাঁড়িয়ে
খুঁজতে গিয়ে ঝড়ের পতন
ঝাঁক বেঁধে মেঘ ছাড়িয়ে
সন্ধ্যাকাশে যেই বলাকা
নীড়ের টানে মেললো পাখা
দলবেঁধে সাঝ পতাকা
ফিরবে কোথায় ছবির ঝাকা?
ভাবতে গিয়ে খেই হারিয়ে
যদি একলা আমি থাকি,
আমার এ মন পাখি দিয়ে
ঝড়ো মেঘর ছবি আঁকি।
মেঘ বলেনা বাড়ি এসো
আমার সাথে খেলবে এসো
ঘুরবো দূরে অন্য দেশ ও
দোহাই তোমার পরে হেসো!
জমিয়ে আড়ি ভীষণ আড়ি
ফিরে যাও আপন বাড়ি
শহর থেকে অল্প দূরে
চিত্রা নদী দেবে পাড়ি?
ছন্দ: মাত্রাবৃত্ত ( ছন্দ মাত্রা ৬-৬-৬-৬)
(সমমাত্রিক প্রতি চরণে মাত্রা ৮)
কাব্য- মেঘ তাই ভয় পেয়ে বৃষ্টিতে ঝরে