স্বপ্ন তোমার কাছে আমার আবেগ
ঝরাবেনা বৃষ্টি পেজাতুলো মেঘ।
তবু মন ছুটে গেলে হবে কী দোষ
লুকিয়ে কখন সে করেছে আপোষ
বৃথা ভেবে শেষ হই তোমার পলক
যে তাকে করেছে এখনো বালক!