স্বপ্নেরা বাগান খোঁজে, রাত্রিরা ঘুম
খুঁজতে এসে দেখি হলুদেরই ধুম।
উঁকি দিয়ে যে চোখে হলো চোখাচোখি,
আমারই চোখ থ বনে যায় ও কি?
হলুদের রঙ পুষে স্নিগ্ধ সে লাল!
কী অপরূপা বলি, নাকি মায়াজাল?
তার চোখে চোখ রাখা কুলায় সাহস?
স্বপ্নেরা মায়া মায়া বুলায় পরশ।
এমন আবেশ ঘিরে যে মনটা বন্দী
গোপন আঁতাতে সে পাতাবে কী সন্ধী?
আশা আশা নিয়ে এই মন একপেশে
একা একা যাই শুধু তারে ভালবেসে।