শাদা বক চুপচাপ ঠায় দাঁড়িয়ে
মাছরাঙা গাছরাঙা যায় ছাড়িয়ে।
বিলেঝিল বিহানে শীত কাপুনি
পানকৌড়ি কেঁপে বলে কী শুনি?
সারসের দুই ডানা গুটিয়ে রেখে
একঝাঁক পাখি এসে যায় ডেকে।
এইখানে এখানে বলে গুণ টানে
শালিকের দল যাবে কোনখানে?
ঐখানে চর জাগে প্রাণের আবেশ
কিচিরমিচির করে জাগায় স্বদেশ।