মার্চ এলে টের পাই উত্তেজনা
কতটা গর্জন জমা বুকের ভিতর
আমার দুচোখে দেখো সর্পফনা
কেবল বয়ে কেন চলে তরতর?
আমার গেরিলা মন শুধু উৎসুক
যুদ্ধ যুদ্ধ করেই খুঁজি স্টেনগান
সুতীব্র যাতনায় ফালি ঘাতক বুক
অন্যপাশে জয়বাংলা এই শ্লোগান।
যুদ্ধের কান্না কোনো অশ্রু নয়
মুছে তার উঠে যাবে দাগ?
আমার স্বপ্ন যদি সত্যি হয়
স্টেনগানে ভরবে ফুলের পরাগ।